Saturday 7 April 2018

পম্পা দেব





ভ্রমণ

এভাবেই পথের আড়াল থেকে 
দৃশ্যমান ।  পথের দেবতা!
আলতামিরার গুহালিপি ভাসে  সান্ধ্য ভাষায়।
সিন্ধুপারের  চাঁদ গান্ধর্ব স্বভাবে পার হয়ে যায় কবিয়ালের দেশ-
গমক্ষেত থেকে পায়রা ওড়ে শত শত আর
উপত্যকায় চিত্রিত হয় ঘৃতকুমারীর উড়ুক্কু যাপন,
ততটাই, প্রাচীন ও চন্ঞ্চল  তাড়নায় 
পরিব্রাজক অক্ষরমালা ভেসে আসে পাটলিপুত্র 
থেকে মেসোপটেমিয়া ,ধূলোপথে ..সেসব ভ্রমণ 
কাহিনী শুধু সোহাগের । হাইওয়ে ফেলে জলপাই 
আর আলপথ রঙে আঁকা  পথ।


বিবাহ প্রস্তুতি


হর্ষ  হলুদ আনন্দময় দুর্গা দুপুর । 
চতুর্দিকে ছড়িয়েছে ফাগ শিমুলধূলো।
পূর্বরাগে ঈশানমেঘে ব্যাকুল নূপুর
 
কোনও
  এক নক্ষত্রের  চক্রান্ত ছিল 
 বনস্পতির  গন্ধে ম ম দিকচক্রবাল
'বৌকথাকও' যাচ্ছে ভেসে চপল কুমার
 পতঙ্গ ভ্রম চলছে  উড়ে  হৃদয়কমল
আজ এই স্হানে সন্ধ্যা লগ্নে বিবাহ বাসর

পৃথিবীর সব অপেক্ষা নিষ্কৃতি পাক নিষ্কৃতি পাক ।
মানবজমিন সেই বসন্তে অনন্তকাল অনন্তকাল ।।



No comments:

Post a Comment