Monday 9 April 2018

বিশ্বজিৎ বর্মন





আপেলজন্ম


পারাপার ব'লে কিছু নেই
শুধু সুতো বেঁধে ঝুলে আছে এপারওপার

জলজ হও

ভেসে ভেসে থাকি নাম ভিজিয়ে জলের ওপর 


বালিজন্মের আগে সামলাও মেরুদণ্ড 

গাইতে গাইতে 
ফকিরও একেকদিন ভেঙে যায়

ঝুলবারান্দায় ক্যাকটাসগুলো 
রোদেজলে সংসার ও গেরস্থালি খুঁজছে, দাও


বারান্দাজুড়ে তুতেনখামেনের  স্তব্ধ দেহভার

দুপুর গড়ালে তোমার গায়ে ফাগুনগন্ধ

নাভি থেকে দেখো 
কীভাবে আপেল জন্মায় গাছেদের তামাম পিরামিডে

No comments:

Post a Comment