Monday 9 April 2018

শ্যামলশুভা ভঞ্জ





বিস্মরণ

এখন ইতিহাস বুনি। চিলেকোঠা ঘরে, কবেকার 
উঠোনে আমার মেয়েবেলা ঝরে পড়ে আছে।
কবিতার পাতাগুলি আঠার আদরে ঠোঙা
হয়ে গেছে। স্মৃতিগুলি তুলে রাখি পুরনো সিন্দুকে 
কখনো বা নাড়ি ঘাঁটি , ব্যবহার করিনা কখনও। 
বিস্মৃতি বুঝি দামি স্মৃতিদের চেয়ে, তাই কিনি
চড়া দামে, আসলের থেকে রোজ সুদ ভারী হয়।
অথচ সকালের রোদ এসেছে উঠোনে। দুলছিল
ভাঙা খাঁচাখানা আলতো বাতাসে ।এ সময় 
ওড়া যেত আকাশের খোঁজে, ছোঁয়া যেত 
নীলাকাশ রোদের আদরে ।আমি তবু ইতিহাস বুনি।
ডানাগুলো তুলে রাখি কবেকার চিলেকোঠা ঘরে।


এ শহরে রাত 

এখানে উড়ালপুল বেয়ে নামে রাত—
অলি গলি চোরাবালি ফুটপাথ ।
আধঘুমে পাশ ফেরে শিশুদের দল ।
নিরন্ন দিনের শেষে ক্লান্ত কোলাহল ।
পসারিনী তবু জেগে থাকে, 
পসরা সাজিয়ে তার শরীরের বাঁকে ।
বুড়ি চাঁদ গুঁড়ি মারে শ্বাপদের মতো 
যৌবন পুড়ে যায় উদ্দাম উদ্ধত। 
এ শহরে রাত বাড়ে দিন কমে যায় 
অন্ধকার ভিড় করে আলোর ছায়ায়।


No comments:

Post a Comment