Monday 9 April 2018

শৌভ চট্টোপাধ্যায়








আমার সুসমাচার

এই যে সহজ, একে
একবার ছুঁয়ে দ্যাখো, চিনে নাও,
আবিষ্কার করো—
যদি আর কোনোদিন তোমাদের দেখা
নাও হয়, তবু তাকে মনে রেখো

ক্ষয়ক্ষতি যা-হবার, তা তো হল,
এবারের শীতে, ফসল হল না ভালো
তবু এই বস্তুপুঞ্জ, অক্ষরের মেঘ
কী যেন বলার জন্যে মুখিয়ে রয়েছে


No comments:

Post a Comment