Monday 9 April 2018

সেলিম মণ্ডল






তিনটি কবিতা


পিকনিক

স্বপ্ন দেখিনিজের মাংসে একদিন পিকনিক হবে
চাঁদা তুলে বিফ, মাটন, চিকেন আর কতদিন?
শরীরকে সেইমতো পুষি
বেশি বেশি ঘুমোই
বেশি বেশি খাই
সময় আসে না, আয়নার সামনে ঋতু ঝরে 
সরীসৃপ বাতাস বোঝায়অপেক্ষা করো সেলিম
জড়িয়ে নেব, ঠিক জড়িয়ে নেব
আমরা আসলেই ভাই, ভাই


পিকনিক ২

পিকনিকের আয়োজক হিসেবে আমার নামই দেওয়া হবে
কে আর নিজের মাংস খাওয়াতে চায়?
সলিড হাড্ডিএই খাসা শরীর নিয়ে
যতবার কারো সামনে দাঁড়াইদূর ছাই, দূর ছাই বলে
হেসে ওঠে পাড়া

আমারও শখ ছিল ডেকে খাওয়াব
প্রাণ
    গল্প
       আবহাওয়া



পিকনিক ৩

ডিসেম্বরের পিকনিক হবে এপ্রিলে
শরীর পোড়ানোর জন্য যথেষ্ট তাপ প্রয়োজন
নুন আবহাওয়ায় ভেজা শরীর দপদপ করে
পোড়ার গন্ধ ছড়ায় আরও বহুদূর

আহার, কে না-ভালোবাসে? 
কে না-দাঁতের আলো রাখে বাঁধিয়ে?

খিদে তুলোর মতো নরম, এখানে ঘুমোতে চায়
অদ্ভুত সব কঠিন!


No comments:

Post a Comment