Monday 9 April 2018

কস্তুরী সেন






তারা
   
সন্ধেবেলা দেরি করে ফেরা
অশান্তির বাড়তি টিউশন
দোষ দেওয়া, দোষ নেওয়া ভেসে যাচ্ছে সংসার ডোঙায়
নারীটি করিৎকর্মা, পুরুষ অর্ধেক রাতে সন্তানের মুখে অপলক...
--‘শখের রেওয়াজ গেছে!’
--’আমারও তো লেখালিখি সব!’
নব্বই সালের পাড়া, জেদ করে ভিন্ন হাঁড়ি
রক্তচক্ষু যৌথ পরিবার;
পড়োশিনি ক্ষুণ্ণমুখ বউটির তবু নিচুস্বরে
উনি না হলে কি আর এত কিছু একা পারতাম!’---

অন্ধকারে, লেবুফুলে, মাঝেমধ্যে দীর্ঘ রাস্তায়
বাড়িতে ফেরার পথে মনে পড়ে অনটন...
 অসমাপ্ত নেড়া ছাদে
বাবা, মা'কে তারা চেনাচ্ছেন

2 comments: