Saturday 7 April 2018

স্বপ্ননীল রুদ্র





রবীন্দ্রসঙ্গীতপ্রিয়
                 


                   
রবীন্দ্রসঙ্গীতপ্রিয় রসিকের মতো
এখানে বারবার আসি।
                                  অস্তরাগরসে
ভিজে যাচ্ছে আকাশের গাল, চুল বেয়ে
মহাবিস্তৃতির অশ্বখুর ছুটে যায়
পশমরক্তাভ গালিচায়। রক্ত ছোটে---
চুলের রিবন খুলে শোণিতগোধুলি
আকাশময় রঙ-জট পাকিয়ে পাকিয়ে
যেন সদ্য ঋতুমতী,---পলাশপ্রতিম ;

গজলের শের বেয়ে যেভাবে মথিত
সারঙ্গী করুণাঘন হতে চায় আরও---
সেভাবে বারবার আসি, সবুজ ওড়না
জড়ানো উদ্ভিন্ন দোল-ধানক্ষেত ঘেষে
চিনা প্রাচীরের মতো ঢিবির মাথায়।
রংবিবশ রেললাইন, দিগন্তর উরু
        ভেদ করে চলে গেছে অপর দিগন্তে,
        পাশে শুয়ে দেখি তার ধাতব ঋজুতা
        ঢেকে গেছে লাল প্রতিফলন-মলাটে...

          গত ফাল্গুনে আমার উদাসীন বাবা
এখানে মস্তক পেতে পাঠে ডুবে ছিল,
শরীরের টুকরোগুলি বইয়ের অক্ষরে
ঢুকে দাড়ি কমা মুছতে মুছতে এক
বিরামবিহীন বাক্য লিখছে এখনও...

No comments:

Post a Comment