Saturday 7 April 2018

অতনু ভট্টাচার্য





পুন:পাঠের 


মন ভোলানোর খেলাগুলো ভুলে যেতে চাইছি

ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি যত
জেগে উঠছে নামহীন ভূখন্ড এক

অন্তরঙ্গ পাখি এসে খুঁটে খায়
নির্জন অক্ষরের দানা

উড়ে যায়

আমি পড়ে থাকি
আমার মন উন্মুখ থাকে
আমার অঙ্গ-প্রত্যঙ্গ অপেক্ষা করে


No comments:

Post a Comment