Tuesday, 10 April 2018

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়




বাদামী লিপস্টিক



একদিন জন্ম থেকে দূরে
তোমারই সঙ্গে হেঁটে যাব সারাটা জীবন
এমন ভেবেছি।
অথচ আজ-
তিরিশের কাছে এসে দেখি
জন্ম থেকে দূরে
জন্ম থেকে দূরে
আমার ঠোঁটের বাদামী লিপস্টিকের সামনে
তুমি থমকে দাঁড়িয়েছ।
যেভাবে গোলাপি ঠোঁট
বাদামী লিপস্টিকের গায়ে মরে যায়
জেগে ওঠে, ফের মরে যায়...
সেভাবেই আমরা মুখোমুখি
মরে যাচ্ছি, জেগে উঠছি
কিন্তু কিছুতেই
হাঁটা শুরু হচ্ছে না আমাদের...
একদিন জন্ম থেকে দূরে
তোমারই সঙ্গে হেঁটে যাব সারাটা জীবন
এমন ভেবেছি।
অথচ আজ
তিরিশের কাছে এসে দেখি
জন্ম থেকে এক হাত দূরত্বে
একটা বাদামী লিপ্সটিকের ঠোঁট
গিলে ফেলছে আমাদের
আর আমরা হাত ছড়িয়ে খুঁজে যাচ্ছি
সারল্যের গোলাপি আভা!


No comments:

Post a Comment