Tuesday 10 April 2018

পলাশ দে



সত্যি
সারাক্ষণ মিথ্যে বলবে কেন তুমি
কালবৈশাখী আজকেই টেনে নামাবে
আর ভিজবো না
ভিজবো না করেও অন্ধ
শুকনো থাকবে কাহাঁতক?

গত জনমের ফুল দিয়ে রাস্তা লাল করে দেবে
অথচ বিপ্লব হবে না দোঁহে!

এত মিথ্যে ভ্রমণ করছো কীভাবে
কতজন আমন্ত্রণ করতে এসে ফিরে যাচ্ছে
বোবা হচ্ছে জল
কানা বাতাস ও গো বন্ধ নেশার ঘোর

সারাক্ষণ মিথ্যে প্রদর্শনী করতে করতে
নিজেকে ভীষণ হাঁটু মুড়ে থাকা দর্শক

আর তোমাকে সত্যি মনে হচ্ছে

No comments:

Post a Comment