Monday 9 April 2018

কুন্তল মুখোপাধ্যায়




রাজার অসুখ



আজ থেকে কুড়ি লক্ষ বছর আগে হেসে উঠেছিল পৃথিবীর মানুষ
আর আজ সব হারানোর পরে
ফের হেসে উঠলে তুমি ; জানো তো যার সব গেছে
তার আর হারানোর ভয় নেই   , তবু হাসি পায় , কেননা
বিশাল আকাশে শুধু ঘুমের কাহিনী , আলাদা আলাদা মুণ্ডু ঘুরে  বেড়াচ্ছে চারিদিকে

যে  হাঁ এর ভিতরে ছিল পৃথিবী , নদনদী  ,  নাভি  ও নারীর স্বপ্ন
তার সামনে তুড়ি মেরে শুয়ে পড়ো

তোমার চারদিকে এখন কুড়ি লক্ষ বছরের হাসির ইতিহাস

No comments:

Post a Comment