Monday 9 April 2018

কিশোর ঘোষ





দুঃখের গা ঘেঁষে উড়ে যায় পাখি

দুঃখের গা ঘেঁষে উড়ে যায় পাখি
যে সূর্যোদয়ের পায়ে চোট লেগেছে, সে
বেড়াতে যাবেই
#
মাছের বাজার মুছে যায় তাই
আঁশটে ঘ্রাণ নিভে আসে, দিগন্তে মন্ত্র ওড়ে---
#
এসো, নিরাময় বাগানে দাঁড়াই, হই মানিব্যাগহীন
#
অফিসও নেই, সৌজন্য মৃত, অফিস কামাই-এর
ছুতো থেকে দূরে গিয়ে
            চলো, একে অপরের পিকনিক সাজি
তোমার কান্নার নুন
যেন কিছুতেই না লাগে আমার রান্নায়
এমন ডানায়---
#
দুঃখের গা ঘেঁষে উড়ে যায় পাখি...


No comments:

Post a Comment