Tuesday 10 April 2018

সন্দীপন চক্রবর্তী






সেলিব্রেশন


রক্তমাখা ধড়গুলো অন্ত্রনালীর মধ্যে পেঁচিয়ে গিয়েছে
নার্স, ওগো নার্স, আমি ঘুমোতে পারি না
ইতিহাস আস্ফালনে, গোঙানির শব্দে ভরা, মাছিময়, তবু
কেন যে বাঁচতে চাই...! কীসের এত আঠা?

শূন্যতা আসলে এক চ্যাটচ্যাটে নীল জেলি
স্বপ্নের দেয়াল বেয়ে পিঁপড়ের মৃদু সারি এসে
গোপনে ফোঁপরা করে – মাথা থেকে নিঃঝুম শিকড়

ফাটা বাঁশে আটকে গেছি; এসো এসো, সেলিব্রেট করি

অন্ত্রনালীর পথে হেঁটে যাক আমাদের রক্তমাখা ধড় 

No comments:

Post a Comment