Saturday 7 April 2018

প্রসূন প্রামাণিক



দুটি কবিতা


প্রমাণ

আলোকিত টিউবের চতুর্দিকে ঘুরঘুর করছে কয়েকশো পোকা। সুইচ অফ করতেই
দু-দশটা এসে বসে আমার শরীরে।
অতএব  এ শরীর, সামান্য হলেও, আলো দিতে জানে

ঠাকুরদা ২

মা-বাবা ঝগড়া করলে ঠাকুরদা বাবাকে খুব বকেন মাকে কোন ছেলেবেলায় এনেছেন তিনি              খুব ভালোবাসেন আমাকে রোজ চকলেট কিনে দেনরূপকথা শোনান । বয়সে যা হয় আর কী ! আঁকড়ে বেঁচে থাকা বিকেলে খেলতে যাওয়ার আগে আমি ঠাকুরদাকে ধরে ধরে ছাদে দিয়ে আসি উনি ছাদে বসে আকাশ দেখেন,জপতপ করেন মাঝেমধ্যে পাঁচিলে দাঁড়িয়ে খেলা দেখেন আমাদের  আমিও তাকিয়ে থাকি দেখিকীভাবে ঠাকুরদা যেন আমাদের থেকে উঁচু হয়ে আছেন,সন্ধের আগে !

       

No comments:

Post a Comment