Saturday 7 April 2018

তুলসীদাস ভট্টাচার্য






মধ্যবর্তী

বিগত বছরগুলিতে কিছু দিতে পারিনি
কিছু যে কোনদিন দিতে পারব ভাবিনি,
আজ যখন উৎসবের মুহূর্তে শুভেচ্ছা জানাবো ভাবছি/
তখনই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।

ফ্লুরোসেন্টের আলোয় ভেসে ওঠে
পোড়ামাটির কারুকাজ ।

দূর থেকে দেখি কেমন করে 
পেরিয়ে যাচ্ছে এক-একটা বসন্ত ,
গাছপালাহীন শহরে নেই পাখির কূজন
আছে শুধু কোলাহল,চাকার ঘর্ষণ।

আমরা মেতে উঠি উৎসবে ,
উৎসবের ভেতর যে দামামা 
যুদ্ধক্ষেত্রের মাটি প্রস্তুত করে 
সেখানে আলপনা ,ফুলের তোড়া মূল্যহীন।

রাত নামলে তিস্তার পাথর ভাঙার শব্দ 
আমাকে ভেতরে ভেতরে অস্থির করে ।

কাঞ্চনজংঘার ঠিক্ রে পড়া আলো দিয়ে 
আজ তোমাকে সাজাতে খুব ইচ্ছে করে।


No comments:

Post a Comment