Monday 9 April 2018

অমিত চক্রবর্তী






অভ্যাস


এই যে বেয়াড়া দিন নির্বিকার
শুয়ে আছে দূরের মিনারে পা তুলে
তার এই অঙ্গভঙ্গি দেখে ভুলে তুমি
উড়িও না ওড়না হাওয়ায়
সমস্ত গতিই এই নতুন আলোয় দুর্গত
লজ্জা কোনো রক্ত ঢাকতে পারে না
মাটিঘেঁষা আবহমানের তুমি জানো
বরং গুনগুন করে দেখো
কোথাও পৌঁছায় কিনা স্বর
তারা আর ঘর খুঁজে খুঁজে

যদি কোনও সাড়া নাই পাও
তখন দাওয়ায় এসো অথবা আয়নায়;
দু হাত শতরঞ্জ খেলে নেবো,
যেমন অভ্যাস


No comments:

Post a Comment