Wednesday 11 April 2018

সৌম্য দাশগুপ্ত






আমাদের জন্ম থেকে রঙ এক অপরূপ গোষ্ঠীচেতনা

আমাদের জন্ম থেকে রঙ এক অপরূপ গোষ্ঠীচেতনা
নাম আমাদের এক বিচ্ছুরিত বিকীরিত পরিচয়প্রভা
পরিবার, ইতিহাস, সামরিক ইতিবৃত্ত, যত্নের মমতা
শিক্ষাসত্র নির্বাচন, সেও এক বৃত্ত থেকে বৃত্তে চলে যাওয়া

আমার ধর্ম কি আমি বেছে নিই, নাকি সেই বেছেছে আমাকে
স্বাধীন চিন্তা ও রুচি প্রাচীন সংস্কারবোধে সংঘর্ষে মিলায়
কেমন আত্মীয়প্রেমে গোষ্ঠীর কেন্দ্রাতিগ অভিকর্ষে যাওয়া
দিনান্তের মনকেমন, বন্ধু, তোমার নামে মন্ত্রের প্রতিভা

No comments:

Post a Comment