Tuesday, 10 April 2018

সুমন গুণ




ধস


ক্ষয় হচ্ছে। ভেতর থেকে ধসে যাচ্ছে । ওপরে হর্ম্য, রেললাইন, নন্দনসদন। যারা ঘুরছে, চেয়ারে বসছে, এমনকি হাসপাতালে পৌঁছে দিচ্ছে, সবাই ওলটানো। ভেতরটা যে খালি, সেটা আড়ালে আছে বলেই এমন গোলগাল বাইরেটা।  শূন্যের ভেতরে এই সারি সারি শূন্য। খুব তলিয়ে ভাবলেই এই ভঙ্গুর আর ধুধু আদল টের পাওয়া যায়। তাই কেউ ভাবে না। মন দেয় না। দৌড়য়। নবান্নের দিকে ছুটন্ত বাসের হাতল ধরতে। দৌড়য়

No comments:

Post a Comment