শিশুকোষ
খেলবার বয়স আর নেই
তবুও নোনা হাতে স্মৃতির
ভিড় ঠেলে
ফুলকোর বাদামি ঘ্রাণ
নিতে নিতে
লেবুপাতায় তেঁতুল জড়ানো
ছেলেবেলা।
হাফ প্যান্ট আর জামা
উড়িয়ে আমি ও আমার মুহুর্তেরা
টায়ার চালানোর হর্ণ
নারকেল পাতার ভেঁপু
কচি সময়রেখায় পা ফেলে
কাঁধে হাত রেখে
মাঠময় ভোকাট্টা
আমি ও আমার সময়বেলা।
আমার কালবেলা
আমাকেই জড়িয়ে বেড়ে
উঠেছে
আমার ছেলেবেলা
কুল মুখে পুকুড়ে দিয়েছে
ঝাঁপ
ক্যানভাসে কোষে কোষে
শিশুকাল
অমলীন স্মৃতি
সত্ত্বা...
No comments:
Post a Comment