Tuesday, 10 April 2018

সৌমাভ




পরকীয়া
 (কবীর সুমনের একটি গানের সুর দ্বারা অনুপ্রাণিত)


আদর যেন বেপাড়ার রোদ, শীতের বেলায় বৃষ্টি অবোধ
নরম হাওয়া জুবুথুবু, ঠোঁটের মতন উবুচুবু
লেপ কম্বল চাদর মুড়েও আর ধরে না আর ধরে না

শরীর যেন হেমন্তফুল, চোখের সামনে অবাধ্য চুল
পাতার মরম ঝরবে অঝোর, পলক যেমন সিঁধেল চোর
প্রথম দেখায় চোখ মিলিয়েও আর সয় না আর সয় না

বিকেলের আজ জানলা খোলা, জানলাটিও বিকেল-ভোলা
লাজুক বোতাম দিশেহারা, চোখটি তোলো নিষেধ পাড়া
ঘরবন্দীর সূর্য দেখায় মন ভরে না মন ভরে না।

No comments:

Post a Comment