Tuesday 10 April 2018

সুমিতা সান্যাল




শেষ ঘুম 

ওষধি বৃক্ষের বন পেরিয়ে
আমি সূর্যালোকে ঘুমোতে যাচ্ছি।
কি দূঃখী গাছেরা,গায়ে তাদের খত।
আহা কারা করেছে এমন তোমাদের?
আহা এসো আমি তোমাদের সারিয়ে দেব।
তোমাদের আলিঙ্গন করে যাই
চুমু দিই তোমাদের শরীরে।
জেগে ওঠ,সেরে ওঠ
আবার সারিয়ে তোল মানুষদের।
আমার স্পর্শে জেগেছ তোমরা 
আমি যাব বনের শেষে সূর্যালোকে।
সেখানে ঘুমোবো আমার শেষ ঘুম।
আলোতে অভিসারে ভালবেসে।
মাথার মধ্যে,ঘুমের গভীরে সুর্যদ্যুতি
শেষের ঘুম ঘুমোবো আলো হয়ে।

No comments:

Post a Comment