Monday 9 April 2018

রাজর্ষি দে




বাসস্থান



কোথাও তোমার জায়গা হয়নি?
বেশ!
ঘরের কাছে আরশিনগর
ধুলোয় লুটোয় কেশ
ঝড়ের মতন পড়লে এসে ঘরে,
আগাছাতে ঘর ভরেছি
দাঁড়িয়ে আছ দোরে!
কোথায় বসাই?
কোন মাটিতে ফরাস পেতে দিই?
এক মাটিতে কবির কাফন,
এক মাটিতে ছাই,
ছটাক মাটি হাতে নেব
তেমন কপাল কই?
তার চেয়ে বরং জলেতে হাত রাখ,
জলের চেয়েও গভীর যে জল
তার মাঝেতে সাঁকো,
সাঁকোর নীচে আগুন জ্বালা
তার নীচেতে চিতা,
চিতার আগুন স্তনের নীচে
সাবধানেতে রাখা

No comments:

Post a Comment