Monday 9 April 2018

অর্ণব চৌধুরী





নবকল্লোল
চৈতালী চট্টোপাধ্যায় সৌজন্যে

একটি স্ফূর্তি অন্ধকারের, ছড়িয়ে পড়েছে
সাজানো মোহর আর ভূতে পাওয়া রাগরাগিণীরা
সমসাময়িক হাসছে যখন রক্ত মাখছে
পিপাসা জড়ানো শাড়িরজমিন ,গতজন্মের

মেঘের আড়াল দুলে উঠেছিল সাঁকোর মতন
শুনেছি আমিও তবু কী কুহক শিল্প দেবীর !
সুস্বাদু পদ মাহাত্ম্য খোঁজে বিষের ভিতর

একটি জন্ম উড়িয়ে দিয়েছে ভোগের পালক

No comments:

Post a Comment