Wednesday 11 April 2018

অংকুর সাহা




সাত টুকরো 




।১।
টেলিফোনের তার থেকে 
জুতোজোড়া ঝুলতে দেখলে বুঝতে পারি 
কাছাকাছি এক ড্রাগ ডিলারের আস্তানা।

।২।
ক্লিভল্যান্ড শহরের অধিবাসীরা 
আনন্দে বাঁচে, আর 
আনন্দে মরে ।

।৩।
কবিতা লিখতে হলে চাই 
কোমল হৃদয় এবং 
ইস্পাতের অণ্ডকোষ ।

।৪।
প্রতিটি ঝরা  পাতার 
আলাদা আলাদা 
রূপ, রং আর আকার।

।৫।
এক একটি গভীর অসুখ 
জীবন-পুস্তকের 
বুকমার্ক।

।৬।
ডাক্তারের ক্লিনিকে 
ঢুকতে গিয়ে থমকে দাঁড়াই -
আমি কি অবহেলা করেছি ঈশ্বরকে?

।৭।
মৃত্যু 
শিয়রে এসে দাঁড়ালে 
ঠান্ডা  হাওয়া লাগে গায়ে।

No comments:

Post a Comment