Monday 9 April 2018

বিশ্বজিৎ লায়েক








প্রবাহ

একটা ল্যাম্পপোষ্টের মাথায় এসে বসল ছোট্ট একটা নীল পরি
ল্যাম্পপোষ্ট পেরিয়ে সাহেবদের হিন্দু হোটেল
আমার সাইকেল এসে থামল সেখানে
রাতের রুটি আর আলু সোয়াবিন
ঝাঁপ ফেলছে মিন্টুর বাবা
মিন্টুর হাতে ছোট্ট থলি ঠোঙায় তেলেভাজা বেগুনি
মিন্টুর বাবার মুখ দেখলে বোঝা যায় ক’টা খদ্দের আজ বাকিতে খেয়েছে

মিন্টু উঁচু হোডিং এর উপর চোখ রেখে দেখে
নীল পরির মুখ
হ্যালোজেন আলোতে পৃথিবীর হারিয়ে যাওয়া মানুষের দিকে
তার নীরব নির্মাণ
উড়ে যাওয়া নীল পরির আভা
হারিয়ে যাওয়া মায়ের মুখ
চেপে রাখা কান্নাকে বলে রোদ পোহাও
আমরা ততক্ষণ ওড়াওড়ি করি
আঁকাবাঁকা এই মানচিত্রে
চল মিন্টু সব কিছু জিম্মা রেখে 
আমরাও হারিয়ে যাই
সকালে বেড়াতে এসে দুপুরে ফিরে যাওয়া মানুষের মতো


No comments:

Post a Comment