Tuesday 10 April 2018

কচি রেজা




তোমার জন্য 

আমাকে টানে দিকহীন পথ ! দিকহীন বেলা যেদিকে গিয়ে শেষ হয়      
একটু বেঁকে কতবার চেষ্টা করি অস্তমিত হওয়ার ! কতবার জগত ঘুরে  
খানিক উজ্জ্বল রোদ হতে চেয়ে  পৌঁছাই তোমার জানালায় !     

এখনও আমি বেদের বহরে মাঝে মাঝেই গিয়ে সাপের ছোবল শিখি  
 কাঁধে বানর শহরময় ঘুরে তারপর হারিয়ে যাই পথের মোড়ে  
তোমার ছাদে উড়ে যাবার জন্য এখন রোজ পাখি হতে চাই   
শুধু  তোমার জন্য আমার ধর্মান্তরিত হতে ইচ্ছে করে !     

২ 
পাথরের চোখ নিয়ে ঘুমাতে পারিনা 

পাথরের চোখ নিয়ে ঘুমাতে পারিনা ! স্বপ্ন দেখতেও এত কসরত    
অথচ হৃদয়ের  অন্তঃশীল সেতুটাতে পৌঁছাতে আমাকে অন্তর্দীপ্ত করে স্বপ্ন   
অনেকদিন যে দুর্গতি কাঁধ  ঝাঁকি  দিয়ে ফেলে  দিতে চেয়েছি  
কাঠের পা নিয়ে তা অসম্ভব !  

এই সত্তা নিয়ে চাইনা নিজের পুনরুদ্ধার  
চাই কষ্টের যাবতীয় স্তবক নিয়ে আরো দীন হই , সম্পৃক্ত হই      
 তাৎপর্য , আত্মসমর্পণ যেন না করি ! 

No comments:

Post a Comment