Monday 9 April 2018

বিদ্যুৎলেখা ঘোষ






তুড়ি মারার দিন 

সকালে লাল সূর্যটা যদি গড়িমসি করে 
তখন এক তুড়ি মারবো 
সূর্য উঠতে বাধ্য তুড়ুক লাফে

খুব রোদ বুঝি 
গন্ধ বেরিয়েছে স্বপ্ন ঝলসানো 
তখন এক তুড়ি মারবো 
মেঘেরা ভিস্তি উপুড় করবে চাপে

ছোট্ট মেয়ে তোকে বিশ্রী চটকে
আদর করছে কেউ 
তুই বলছিস প্রবল, ন্যা অ্যাহ্ না না
ছেড়ে দাও শিগগির 
তখন এক তুড়ি মারবো
ভীরুটা পালাচ্ছে দেখে 
তুই হাসবি জোরে হা হা হা হা

আমার রুগ্ন মা 
আমার সাগরে পাথুরে পৃথিবী 
আমার কবেকার সবুজ দোলনা 
ঋতুমতী আমি তোর
খুশিতে ঝরেছি সমস্ত কোলজুড়ে
এশার শিউলি ফুল

তাতল দুপুর কামনার মতো 
ভরে নেয় অক্ষয়বট জারুল হিজলের কোলে
গহন সবুজ ছোঁয়া বাতাসের নেশা লাগে
করাত নিয়ে যদি কেউ সুখ চেরাইয়ে আসো
তখন এক তুড়ি মারবো

সব দাঁত পড়ে গিয়ে 
নাজেহাল হয়ে হয়ে 
কি বিশ্রীই না দেখাবে তোমাদের ।।

No comments:

Post a Comment