Monday 9 April 2018

দীপান্বিতা সরকার





সংসার

এই কপাল চন্দনপাটা, তার কলম ঘষে ঘষে উঠে আসা ঘন রক্তনেশা এখনো আকাশ ! প্রলাপের ভোর থেকে ভোরে কয়েকটা পাখি শুধু ফিরে গেছে এক আশ্বিনমাসের পথে। একেবারে নিজের একটা পাহাড় কেনা হলে সেসব উড়ান মুঠো খুলে দেবে তোমার, এই বিশ্বাসে শান্ত হয়ে আসে যে কোনো সংসার। দিনগত গান ছিল কার ছায়ার ওপর লেপ্টে, সে কি অন্তিমবান্ধব, "দেহি পদম দেহি পদম" বলে ছুটে আসছে ওই? সে তো ঢোকে আর বেরিয়ে আসে আবার ঢুকবে বলে, নয়তো কীসের নয়নপথগামী তোমার? 



1 comment: