Saturday 7 April 2018

চন্দন মিত্র



তীব্র সামাজিক 

কী আমার হতো শুধু জল নেমে যাওয়া ছাড়া 

হয়তো বাজত খুচরো ঝমর ঝমর 
হয়তো গজাত পাতা শুনশান ডালে 
হয়তো হাসি ও গানে ভদ্রাসন শ্রদ্ধাভক্তি পেত 
হয়তো হতাম এক মোড়লফড়িং 

এই বা কী কম হল 
নির্দায় আনন্দলোকে শ্রমণ-সন্ধান   

শালবীথি দুকিনারে মাঝে লালপথ 
অকুলীন কৃশকায়া তিরতিরে জল 
দেহাতি উঠান 
মেলাভাঙা মরমিয়া ঘুম 
পথে পথে ছড়ানো এসব 

এসব না-মেখে আমি নির্জলা থেকে যাব 
তীব্র সামাজিক আমি নাই বা হলাম ...


No comments:

Post a Comment