Wednesday 11 April 2018

সুব্রত অগাস্টিন গোমেজ




দ্বিতীয় মেরাজ

আমাকে একটা বাক্য দাও,
      একটা আখেরি আয়াত,
মরুভূমির ঘুম ভাঙাব আমি
      ভাঙব মা’আত।

ব্যূহভেদ করব ও-বর্গের!
      সেই লফ্‌জের চাবুক
উপড়ে ফেলবে ঐ কালো পাথর,
      সাইক্লপ্‌সের চোখ।

আমাকে একটা বাক্য দাও,
      তার শেলাঘাতে
গুঁড়িয়ে দেব, উড়িয়ে দেব বাবেল,
      আসমানও, সেই সাথে।

আমি তোমার আয়না হ’ব, তুমি
      হ’বা আমার পয়মানা,
উরিজেন আর তার দালাল,
      শয়তানির জমানা

আমাদের পায়ের তলায়
      মহাজাগতিক ছাই।
তুমি লও আমার আওয়াজ,
      আমি তোমার বাক্য চাই।

No comments:

Post a Comment