Monday 9 April 2018

অর্ণব চট্টোপাধ্যায়








এবারে গ্রহণ করো জল


বিহঙ্গ গানের মত রাত...
তুমি অগণন জলের মুদ্রায় ক্ষয় লিখে লিখে মেদুর হয়েছো।
আজ তবে সমূহ ক্ষরণটুকু বুকে নিই।
চোখ জুড়ে শালুক পাতার মায়া...

এখানে বিষাদ ঘনালে
ম্লান হয় প্লাবনের অফুরান নেশা। 
চোখ থেকে দৃষ্টি ছুট দেয়..

এবারে গ্রহণ করো পাখি....

জিরোবার কাল হয়ে আসে।

ম্রিয়মান শরীর খুলে
হাওয়ামেঘ শূন্যকাল বলে চলেছে শুধু।
অঘুমের রঙে আশরীর কালো..কালো..কালো....
ঢাল বেয়ে গড়িয়ে যাচ্ছে সবটুকু রঙের হদিশ।

এবারে গ্রহণ করো জল..
একার গভীরটুকু ক্ষয় সয়ে সয়ে আজ, নির্জন পাতা হয়ে এলো...

No comments:

Post a Comment