Saturday 14 April 2018

যশোধরা রায়চৌধুরী





অযৌন জগত


 নিঃস্ব জগতের কাছে ফিরে এসো।
এইসব রাত, দিন, একাকিত্ব, এই তো শান্তির কথা বলা
পাহাড়ের নীরবতা এই ত আমার আর এই ত তোমার
কাচের বীকারে রাখা তরলে শোয়ানো ভ্রূণ , তুমি।
জননাঙ্গ গড়ে ওঠা অব্দি আর অপেক্ষা করিনি
তার আগেই ছিঁড়ে নিয়ে রেখেছি তরলে
অবিকৃত, এই ত আমার যৌনগন্ধহীন নিজস্ব জগত।

এক পা এক পা করে চিহ্নহীন, লিঙ্গহীন হয়ে যাক সব।
অথবা মরণগর্তে। ওই যায় ধর্ষকেরা, ওই যায় ধর্ষিতেরা, দ্রুত
গোল হয়ে পাক হয়ে মাত হয়ে ঘুরেছে বৃত্তেরা
শোণিতের ধারা যাচ্ছে ওই, পাপ পঙ্কে , যা বর্তুল


এখন কিছুইই নেই, এই মাত্র ছিল।
বেসিনে সাবান জল। দ্রুত ধাবমান ও পঙ্কিল।

এখন জননগর্তে কোন ভয় নেই। শান্তি আছে।


1 comment:

  1. এখন জননগর্তে কোন ভয় নেই। শান্তি আছে।
    স্বপ্নের কবিতা। ডুব দিলে খানিক আরাম মেলে। ভালো লাগল।

    ReplyDelete