Tuesday 10 April 2018

কৌশিক বাজারী




আমার শুশ্রূষা পাখি 
মাঝে মাঝে উড়ে যাও, কোথায় জানিনা পেয়েছ কোন নদী 
বাসাটি আগোছালো খড়কুটো ভরা পড়ে থাকে 
আমি একা ফলের সন্ধানে যাব? 
বিষফল খেয়ে ফেলি যদি! 
ফিরে এসে অন্ধকার বিছানা পেতেছি টালমাটাল 
পতঙ্গ কীটেরা এসে আমার মাথার চারপাশ, 
কুরে কুরে খায়, ঘর বাঁধে, নিয়তি ঘনায় 
নেমে আসা রাতজুড়ে বয়ে যায় হাহা শীতকাল 
ভোর হল? দোর খোলো বলে ওই কে এসে বসেছে ডানামুড়ে! 
স্বপ্নের বাসাতে দেখি, দয়িতা পাখিটি 
ঠোঁটেতে শুশ্রুষা কুটো, বসেছে ভোরের পথজুড়ে...

No comments:

Post a Comment