Tuesday 10 April 2018

শ্রীদর্শিনী চক্রবর্তী




গাছ

শীত এসেছিল সেই পুরোনো জলসাগুলি নিয়ে।
কাঁধে হাত রেখেছিল,
বলেছিল 'চল সারারাত আসরের ধূলো নিয়ে পায়ে,
ভুলে যাব শিশুমৃত্যুগুলি।
ভুলে যাব সিরিয়া, ভুলে যাব কৃষকের ভুখ।
তন্ময় শ্রুতির কাছে হৃদয়ের উঠোন মেলে দেব।'
অথচ আমার কানে জটিল রোগের মত
স্নায়ু তুলে দিয়েছে চিৎকার।
যতবার সামলেছি গূঢ় রাগ, ততবার
গুলিয়ে গিয়েছে সব মানবতাবাদী ভাষাপাঠ।
শীত সে যাবার ছিল
চলে গেছে,
তবু রেখে গেছে
ভালবাসাবাদী কিছু গাছ।

No comments:

Post a Comment