Wednesday 11 April 2018

গৌতম চৌধুরী




চৈতি রাতের স্বপ্ন


এখন কি ঠাট্টা মশকরার সময়? তাই বলে, রাশভারি চালে লম্বা-চওড়া কোনও বাকতাল্লাও ধম্মে সইবে না। তারা-খসার রাত্তিরগুলো মাঝে মাঝে মুছে যায়। মুছে যায় আলোবাতাসের ঢেউ-তোলা কাশফুল। কিন্তু বুকের ভিতর থেকে সেসবের ছবিগুলোও যদি কেউ মুছে দিতে চায়, তখন? তখন আর কী, যুদ্ধ! যুদ্ধ মানে শুধু ঢাল-তলোয়ার ঝনঝনাৎ নয়।  যুদ্ধ মানে, দুলে দুলে পড়া পুঁথি। যুদ্ধ মানে, চিৎকার করে গাওয়া গান। যুদ্ধ মানে মেঘ গুড়গুড় ঢাকের বাদ্যি। যার-যা-খুশি যেমন-খুশি সাজা। সাজলে তো বাঘও সাজা যায়। হালুম করে গিয়ে লাফিয়ে পড়া যায় লঙ্কাকাণ্ডের আখড়ায়। বুকের ভিতরে রাখা ছবিগুলো বাঁচাতে হবে তো! সেই তারা-খসা রাত্তির, সেই সাতসকালের কাশফুল, সব বাঁচাতে হবে।

No comments:

Post a Comment