Wednesday 11 April 2018

গৌতম বসু






সুকুমারীকে না-বলা কথা

পরিপূর্ণ নিদ্রামাঝে  যখন পরিপূর্ণ জেগেছিলাম,
এই দিবালোক, লক্ষ করলাম, সুকুমারি, একযোগে
হাসছে, তোমার নাকের নোলক আড়াল ক’রে হাসছে,
বিষম দুঃখের দিনে, দুলছে তোমার নোলকের হাসি ৷

অতিক্ষীণ বায়ুস্বর, সুকুমারি, এই অশুভ টিলায় ;
আমার অশ্ব ঘুমায়, সে কি জানে আমার দুর্ভাবনার
আকাশে এত তারা, সে কি জানে, এখানে আসার কারণ ?
কত আঘাত পেয়েছেন মূর্ছিত দিবালোক, সে কি জানে!
     
আমার অশ্ব ঘুমায়,আকাশে আমার পিপাসা ঘুমায়,
অন্ধ ও চক্ষুষ্মান তারাদের অভিলাষ আমি জানি না
চিনি না তোমায়, বকুলগন্ধ ; আমার গায়ের উপর
অবিরাম ঝ’রে পড়ছে  শ্বেতশুভ্র, হতাশ বর্ণমালা ৷৷

No comments:

Post a Comment