Tuesday 10 April 2018

পিয়াল ভট্টাচার্য





পুরিয়া ধানেশ্রী

মাঠের কিনারা ছুঁয়ে ছায়া ফেলে বিকেলের রোদ
বড় বেশি ম্লান,যেন বিষাদের মুখচ্ছবি প্রায়...
রং ওঠা ঘাসে তার লেগে থাকে স্পর্শকাতরতা
বাকি গাথাটুকু একা লিখে রাখে খোলা জানালায়...

ফুরোনো আলোর রঙে যে ব্যথা নীরব,ক্ষতদাগ
ভাষাহীন আঁধারের গভীরতা কিছু অনুমানে
সেখানেই খুঁজে ফেরে অভিসার কথাটির ভার...
কিছু অভিমানী মেঘ বিরহের পরিণাম জানে....

আদিগন্ত চরাচরে বেজে ওঠে সমাপন গান
বিকেলের শেষ রোদে পিছুডাক ছায়া ফেলে দূরে

হৃদয় আসলে সেই উদাসীন স্মৃতির গোধূলি

যেখানে আহত প্রেম জেগে থাকে সহজিয়া সুরে....

No comments:

Post a Comment