Tuesday 10 April 2018

নির্মাল্য মুখোপাধ্যায়




দানব


টাঙি,ধনুক-তির।বল্লম,ছুরি,চাবুক।ঠগির কাপড়!
এক এক করে সব অস্ত্র শেষ হয়ে এল আজ।
নদীও ভোরের মতো নেই,
ঢেউহীন জল,
গোধূলীর সূর্যাস্ত এসে এইখানে সোনার মতন।
শত্রুরা পরাজিত,তাদের হারের বাণী,
ক্রন্দনে  ভেসে উঠছে  আকাশ।
তবু আমি, যেন যুদ্ধ চাই, অমেয় যুদ্ধ অকারণ,
নিজেই -নিজেকে ফেটে উল্লাসে  বিদীর্ণ করি।
আহ, ওই,ওই আমার কাটা হাত!
ঊরু থেকে ছিন্ন কোমর রক্ত- শোণিতে ভরা,
যৌন অঙ্গ সব কেঁপে -হেঁটে অন্ধকারে 
তারা কোথায় পালালো!
কী করে বাঁঁচব আমি অট্টরব, বলো
ধনুক বল্লম তির জীবনের সকল অস্ত্র সমাপণ

তবুও মানুষকে রণে পুড়িয়ে মেরেছে 
দম্ভ অন্ধ কারাগার , 
অন্তিম অস্ত্র শুধু, পুড়িয়ে মেরেছে 
দানব হিংসা তার,তার!

1 comment: