Monday 9 April 2018

আশিস ভৌমিক





শ্রীমতী কথা

ঘুমভেঙে জেগে ওঠে মন সনাতনী সুরে
বাসি আটপৌরে শাড়িতে ফিকে হলুদের ছোপ
নোনাধরা দেয়ালে অভ্যাসের আঁকিবুকি
খসেপড়া পলেস্তারা ।
অতীত উৎসব রাতের প্রস্ফূটিত ভ্রূণ
 
রেখে যায় ভালবাসার দাগ ।
তবু নিঃসঙ্গ দুপুরে মন আনমনা হয়
রাখালিয়া বাঁশির সুরে ।
হাট করে খুলে দেয় ভাঙা গরাদ বাতায়ন
বের হয়ে আসে বদ্ধ ভ্যাপসা গুমোট
চুল ছড়িয়ে আনমনে গেয়ে ওঠে ফাগুনের গান ।
ফেরোমেনের গন্ধে আকৃষ্ট ভ্রমর তাকায় রোদ জানালায়
হঠাৎই কালবৈশাখী ঝড় ঢুকে পড়ে চোরাপথে ।
শ্রীমতী প্রমাদ গোনে
গায়ে মেখে নেয় উষ্ণ শীতল বাতাস ।
সব এলোমেলো হয়ে যায় নিমেষে ;
সজোরে জানালা বন্ধ করে গুছিয়ে নেয় ঘর-গেরস্থালি ।


No comments:

Post a Comment