Tuesday 10 April 2018

সুবীর সরকার




হস্তীকন্যার গান


দেবেশ শুনিয়েছিলেন হাতি ডুবে যাবার গল্প
৬ দিন ৭ রাত্রি জুড়ে ক্রমশ সেই কানজি
                         হাতি
মাহুতহীন,চালতার জঙ্গলহীন এক
                    নিঃসঙ্গতায়
সেটা কি বড়ুয়া প্রকৃতিশচন্দ্রের হাতি ছিল?
ভালো বলতে পারবেন বুঝি
               পার্বতি বাইদ
মরণ ডাকে,পাতালআন্ধার ডাকে
আর মেলা ও মহোৎসব।আর হস্তীকন্যার
                  গান।



 (বাইদ_অসমীয়া শব্দ।যার অর্থ__দিদি)

No comments:

Post a Comment