Monday 9 April 2018

স্রোতস্বিনী চট্টোপাধ্যায়






যাচঞা

সাহসী এক খেলার সামনে আমি নতজানু
এবার আমায় বিদায় দাও সম্মোহিনী ডাক, দীর্ঘকায় গাছের ছায়া, অতল জলাধার
অনেক বছর ধরে আমি দূর্দান্ত কঠিন হয়ে আছি
পোষাকের অন্তরালে কয়েকটি জোনাকি মরে যাচ্ছে আজ
আমি ফুলের সুগন্ধের অংশীদার হয়ে
এখন একটি পতঙ্গের কাছে ক্ষমাপ্রার্থী মাত্র
যে জীবন পাতার হাহাকারে মৃগয়া শেষ করে ঘরে ফেরে
তার কাছে থেকে চলে যাওয়ার সময় হয়ে এল

এবার আমায় বিদাও দাও আমৃত্যু খেলা
প্রহরগুলি অস্ত যাচ্ছে ধীরে

No comments:

Post a Comment