Monday 9 April 2018

চন্দন ভট্টাচার্য





চন্দ্রকোষ

অটো-সবুজ গাছপালা
মেঘ ভেসে যাওয়ার শব্দে
গৃহে যে শ্যামলী থাকে, চার পা, ডাকছে

যেখানেই জল, সেটি পৃথিবীর শিরা
ফাঁকা মাঠে শস্যের কীর্তন শুরু হল
মিঠে  শমিত এই বোলে
একদিন, স্তন নিচু, আমাকে কুড়িয়েছিলে, ফুল!

নিজের দীপ্তি নিভে সবচেয়ে শান্ত এই সন্ধে হয়ে যাওয়া,
যখন একটু গলা টানতেই মুখে অস্তিত্ব উঠে আসছে।
রাত দুইঞ্চির বেশি অগভীর দেখে
সিঁদূর-ধুতির ছাপে তখনও আকাশ মা-কালী!
এই ক্ষণে কতবার পূব থেকে দক্ষিনপ্রবাসী হল যে সৌমিক

আমার পরেও কত চাঁদ চিরকাল মেঘে লুকোবে...

No comments:

Post a Comment