Monday 9 April 2018

অনিমিখ পাত্র





একটি কবিতা


কবে তুমি মুছিয়ে দেবে আমার সন্ন্যাস
ঝাঁট পড়বে ভেতরের ঘরে
যখন আমার মধ্যে হারিয়েই গেছে
জলস্তর কমে যাওয়া একটি নীরব জলাশয়

এইসব ভেবেটেবে বিকেল পড়ে এলো
জটিলতায় ভারী এই বিকেলের মন তবু পড়া হল কই

আমি আজ ভয় পাই শান্ত হয়ে বসার প্রস্তাব
লিখবার বাহানায় গর্ভগৃহের দরজা তড়িঘড়ি বন্ধ করে দিই

No comments:

Post a Comment