Tuesday 10 April 2018

বিকাশ নায়ক





আগুনধুলো


এভাবে দেখো না রোজ একা একা বারান্দার কোণে
আমার সংসার আছে মেয়ে আর বর...
তোমার পুরুষ-চোখে যেভাবে আগুনধুলো ওড়ে ক্ষণে-ক্ষণে
আমি জানি এর কোনও ছাই নেই দহনের পর

কেন এত একা থাকো ? কেন এত দেখা দাও ছাদে ?
আমি তো চাই না আসতে... কেউ হোক সঙ্গিনী তোমারও;
মন তো এখনও বেঁচে থাকে সেই স্বপ্নের প্রবাদে
কী করব বলো তো ? আমি কেন হতে যাব অন্য কারও ?

আমার সংসার আর মেয়ে আছে... বর সুপুরুষ
চরম ব্যস্ততা তার---রাত করে ফিরে আসে ঘরে
আমার শোবার ঘরে জেগে থাকে কাঁটা ও কুরুশ
চোখ বন্ধ হলে শুধু তোমার কথাই মনে পড়ে

একপাড়ায় থাকি তাই তোমাকেও দেখতে ভালো লাগে
মেয়ে বড় হয় তবু আমি তো যুবতি মনে মনে
আমারও একাকী রাতে কীভাবে আগুনধুলো জাগে
এভাবে ডেকো না রোজ অন্ধকার বারান্দার কোণে...



No comments:

Post a Comment