Saturday 7 April 2018

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়





যেখানে কবর ছিল

গাছেদের কথা কেউ না জানুক,
আমি তো জানি...
ওই কালো কুচকুচে পাখিটার ভাঙা ডানা দুটো জানে, ঘুম চোখে কিভাবে পাশ ফেরে টনটনে বরফের শীত। 
খুব স্থির। ওরা খুব স্থির। 
মৃত পায়রার চোখ...ঘুমন্ত পাথরের মত;
সবে শেষ হওয়া যুদ্ধের মত।
সময়ের হিম , গন্ধ, মাকড়সার জাল আঁকড়ে শিশিরের জল ছাপ, ওরা আজ খুঁজে পেল নামহীন
শুকনো পিরামিড। 
সাথে প্যাপিরাস মোড়া কোনও সুর ছাড়া গানের লিরিক....

ঠিক তক্ষুনি 
যদি জন্ম সত্য খুঁজে পায় এক অতৃপ্ত কোকিলের মন ! ওর বসন্ত তো, আর কক্ষনো আসবে না শহরের নুন ওঠা স্যাঁতস্যাঁতে ঘরে--
যেমন, কোনদিনই ফিরল না বাড়ি , একটাও মুড়োহীন ধড় ; আর ভাষা ছাড়া জিভগুলো ঘাড়-ভাঙা সভ্য নগরে! 

আমি জানি, কেন সব গাছ পচে মরে শহরের উঠোনে উঠোনে, ঘর ছাড়া নকশাল যুবকের মত।
কেউ নাই বা জানলো , আমি তো জেনেছি সবই---
যেখানে সৃষ্টির সোনা ফলে আগুনের বেগে আজ,
বহু বছর আগে , এখানে এক
                                         জ্যান্ত কবর ছিল....


No comments:

Post a Comment