Monday 9 April 2018

দীপঙ্কর মুখোপাধ্যায়




দুটি কবিতা

প্রত্নজবাকুসুমের ঘ্রাণ

পালকের চেয়ে হালকা দিনান্তের মেঘ টপকে যেই লাফ মেরেছে ওপারে
দ্যাখে, চাঁদ, হিমজ্যোৎস্না, নীল সমুদ্রের জল ওল্টানো গামলার মতো
                                        আকাশের গায়ে লেপটে আছে
প্রকাণ্ড জাহাজ ঝুলছে, যার তীক্ষ্ণ মাস্তুল শিকড় হয়ে পৃথিবীর দিকে নেমে গেছে
ঘনবদ্ধ দূরের তারারা যেন সীমাহীন কোনও এক আলোর সুড়ঙ্গে
পাশ ফিরে শোয়া                
                                                               ঘুমন্ত কিশোরী
শুধু তার অবিন্যস্ত চুলের নির্ভার থেকে ভেসে আসছে প্রত্নজবাকুসুমের ঘ্রাণ!

গুনগুনিয়ে

তোমার শরীর যেই ছুঁয়েছি অমনি মনে পড়ল আমার
গত জন্মের বেবাক কথা, লারে লাপ্পা লারে লাপ্পা
উড়ল এবং ছড়িয়ে দিল প্রকাণ্ড তার ডানার ঝাপট
সুরায়, মেদে জন্ম নিল সোপ্রানো আর ঠুংরি, খেয়াল
বুকের মধ্যে, খুলির ভিতর তীব্র নেশার জোয়ারভাটায়
জবাকুসুম এবং ঘামের গন্ধে কল্মিশাকের ছায়ায়
ঘুমন্ত এক মৎস্যকন্যা হঠাৎ জেগে জাপটে ধরল
লারে লাপ্পা লারে লাপ্পা...গত জন্মের উৎসবে আজ
ঘরেতে ভ্রমর এলো কি গুনগুনিয়ে গুনগুনিয়ে!



No comments:

Post a Comment