Tuesday 10 April 2018

ঋজুরেখ চক্রবর্তী





ভবিতব্য

যে মোহ-নির্মাণ থেকে তোমাকে রচনা করি রোজ,
একদিন সব ফেলে তুমি সেই উৎসমুখে ফিরে যাবে, জানি।
শিকড়ে গভীর মায়া,
অথচ অনন্তে কোনও দাগ থাকবে না,
ভেদাভেদ থাকবে না আত্ম-পর জয়ী ও বিজিতে,
শুধু
রাত এলে মনে হবে
এমনও বসন্তদিন ছিল শুদ্ধ নীলিমার মুখাপেক্ষী, যেন
দুয়ারে দুর্বোধ্য ধাঁধা,
জানালায় আকাশ আটকে আছেচার কোণে চারদিকে টান।

সেদিন ফেরাব যত তঞ্চকতা সুদে খাটিয়েছি
                                সঞ্চয় সামান্য ছিল বলে।
সেদিন ফেরাব সব অর্জনের তলানির পলি,
ফাঁস করে দেব সব রম্য কারুকৌশলের যাবতীয় গুপ্ত ইতিহাস।

সেদিনও তোমাকে বুঝি এমনই আরাধ্যা মনে হবে?

1 comment: