Wednesday 11 April 2018

শোভন ভট্টাচার্য






অভ্রভেদী গান

চাম্চে যদি না হও তবে হও সপাট চাকু;
যদি না হও ঢ্যামনা, তবে কালকেউটে হও
ঝল্কে ওঠো বিদ্যুতে বা ছল্কে ওঠো বিষে
চার্যও জানুন তুমি একলব্য নও

তোমার বুড়ো আঙুল যায়না উপেক্ষায় কাটা;
সব ব্যাটাই গৃহপালিত ভেজাবেড়াল নয়
পুরস্কারে, এঁটোকাঁটায় মন নেই তোমার
নিজের শিঙা বাজাও নিজে, সেই তোমার জয়

যারা পরের সানাই ফোঁকে, পরের শাঁখে যারা
পোঁ-ধরাকেই জেনেছে সব উন্নতির সোপান,
যাক না বাঁধা-দাদার দ্বারে, গাধার গাঁড়ে তারা ;

একলা ঘরে তোমার, বাঁধো অভ্রভেদী গান 

No comments:

Post a Comment