Monday 9 April 2018

দেবাশিস দাশ





নতুন সনেট


অক্টেভ-সেস্টেট ভেঙে আমি পাব তোমাকে, মায়াবী। 
আমি পাব জ্যোৎস্নারাত, বসন্তের সম্পৃক্ত ব্যথায়—
আধেক উন্মন একা; অন্ধকারে ক্ষণ ঘুরে যাবে।
অন্ত্যমিল-অন্তর্মিলে ভেঙে যাব বাস্তবের ছবি।

একে কি সনেট বলবে? ভাবো বিচারক, ভাবো কবি।
ভাবো মুহূর্তের কথা— দু'হাজার খ্রিস্টীয় কবিতা,
পুরনো ভাষায় তৈরি, চোদ্দোটি লাইন ধানে গানে
মানি না, মানি না আমি বাঁচার আইন, তাই জানি
একে যাই বলো তুমি, বিচারক, টিকে থাকব আমি
পান্তা-পাস্তা ফিশ ফ্রাই থালা পেতে...শব্দের আগামী
প্রভুর আসনে, শূন্য মনে মনে, পর্দার আড়ালে,
অক্টেভে সেস্টেটে নয়, জীবনের মন্ত্রমায়াজালে—
শব্দ থেকে অর্থ নিয়ে বাস্তবের বাক্যের ভাষায়।

পুরনো নতুন কথা, কত কবি বলেছে অযথা।।

No comments:

Post a Comment