Tuesday 10 April 2018

বিকাশ গায়েন




“আমি” কে নিভিয়ে

লোকে  প্রেমে পড়ে ,ভালবাসায় বাঁচে
আমার দূরে যাওয়া; পুড়তে পুড়তে ফিরে আসা
মনে হয়ঃকেউ যেন অপেক্ষায় আছে।

এক বাগান চর্চিত সুন্দর
এক সমুদ্র ফেনিল উচ্ছাস
এক পাহাড় নীরবতা--আরণ্যক আদিম
সমস্তই কিছুক্ষ্ণ , বলেঃ এইবার যাও !
পা যদি না নিতে চায় শরীরের ভার
                                সম্পর্কে  দাঁড়াও ।

যেটুকু বিচ্ছেদ তারও বহূগুণ ভারী ক্লিন্ন স্বর
“আমি” কে নিভিয়ে দেখি
                            আলো হয়ে ভরে আছে ঘর ।

No comments:

Post a Comment